Loaded

Press & Media

পাঁচলাইশে র‍্যাংকস এফ সি’র নতুন প্রকল্প জেড কিংসডেল’র চুক্তি স্বাক্ষর

পাঁচলাইশে র‍্যাংকস এফ সি’র নতুন প্রকল্প জেড কিংসডেল’র চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান র‍্যাংকস এফসি প্রোপার্টিজ লিমিটেড নগরীর বনেদি আবাসিক এলাকা পাঁচলাইশে নির্মাণ করবে ১২ তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট প্রকল্প জেড কিংসডেল। এ উপলক্ষে সম্প্রতি ডেভলপার প্রতিষ্ঠানের আগ্রাবাদস্থ কর্পোরেট অফিসে ভুমি মালিকদের সাথে একটি রেজিস্টার্ড দ্বীপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় কিংসডেল নির্মিত হবে অত্যাধুনিক স্থাপত্য নকশায়। প্রায় ১৭ কাঠা জায়গার ৫০ শতাংশ জায়গা ছেড়ে দেয়া হবে নানা লাইফস্টাইল অনুসঙ্গে প্রকল্পকে সাজাতে, যা ইট, বালু, সিমেন্ট আর পাথরের ইমারতে আনবে প্রাণের স্পন্দন। ভবনের নিচতলা থেকে শুরু করে ১২ তলা পর্যন্ত দেয়াল ঘেষে উঠবে সবুজ ভার্টিক্যাল গার্ডেন।ডাবল হাইট গ্র্যান্ড প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই থাকবে স্টারক্লাস অভ্যর্থনা ডেস্ক। মার্বেল মোড়ানো সিড়ি বেয়ে দোতলায় উঠলেই থাকবে বিশালাকার স্টার লাউঞ্জ, থাকবে কফি কর্নার, মিনি থিয়েটার এবং অভিনব বুক কর্নার। দুটি হাই স্পিড মাল্টিপারপাস লিফট বেয়ে ছাদে উঠলেই দেখা মিলবে অবারিত আকাশ। লাইফস্টাইলকে পরিপূর্ণতা দিতে ইনফিনিটি সুইমিংপুলের সাথে ঘটবে আকাশের স্বন্ধি। সুইমিং পুলের পাশ ঘেসে দাঁড়াবে অত্যাধুনিক ফিটনেস সেন্টার । 

এছাড়া ফুল হাউজ জেনেরেটর, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আগুন নিরোধী জরুরী নির্গমণ সিড়ি সহ সমসাময়ীক জীবনধারার নানা সুবিধার সম্মিলন ঘটবে এই প্রকল্পে। 

প্রকল্পটির স্থাপত্য নকশা করছে র‍্যাংকনের অঙ্গ প্রতিষ্ঠান ইনস্পেস আর্কিটেক্ট। কিংসডেলের প্রধান স্থপতি ওয়াহিদুর রহমান আদিব বলেন, এই প্রকল্পটিতে নকশায় নানা নতুনত্ব আনার চেষ্টা করছি। প্রকৃতিকে ধারন করে জলবায়ু পরিবর্তনের নানা মুখী চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আধুনিকতম প্রকল্প ডিজাইন করাই আমাদের লক্ষ।

প্রকল্পটিতে ২৮০০, ২৬০০, ২১০০ বর্গফুটের মোট ৩০টি অ্যাপার্টমেন্ট থাকবে। প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ২০২০ এর প্রথমভাগে নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বর্গফুটপ্রতি উদ্বোধনী  মূল্য রাখা হবে ১০,০০০ টাকা। 

এখানে উল্লেখ্য, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  উভয় পক্ষের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাংকস  এফ সি’র এম ডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন, ভূমি মালিক জাবেদ জহুর, জাহেদ জহুর ওয়ালী প্রমুখ ।